ড্রাগন ফল বা পিতায়া একটি বিদেশি ফল যা দেখতে অনেকটা ড্রাগনের আঁশের মতো। এই ফলটি একটি ধরনের ক্যাকটাস গাছে হয়। ড্রাগন ফলের বাইরের আবরণ সাধারণত লাল বা গোলাপি রঙের হয়, আর ভেতরে সাদা বা গোলাপি রঙের মাংসল অংশ থাকে। এই মাংসল অংশের মধ্যে কালো বীজ থাকে। ড্রাগন ফলের গুণাবলি: ড্রাগন ফল কেনার সময় কিছু বিষয়: