২০১৪ সালে বিশুদ্ধ খাবার উৎপাদনের লক্ষ্যে নিয়ে মুনজের আলম মানিক ও তার কয়েকজন বুন্ধ মিলে দক্ষিন শহর, হারুদীঘি, চাঁপাইনবাবগঞ্জে মাত্র ২ বিঘা জমিতে শুরু করেন বরেন্দ্র কৃষি উদ্যোগ খামার। অনেক বাধা-বিপত্তি ও প্রতিকুলতা পেরিয়ে মাত্র কয়েক বছরে চাষাবাদ, হাস-মুরগি, গাড়ল ও গরু-ছাগল প্রতিপালন করে খামারের পরিধি উন্নীত করেন প্রায় ১১০ বিঘাতে। এরপর বরেন্দ্র কৃষি উদ্যোগ